Monday , 20 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

অনলাইন ডেস্ক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ২ হাজার ৪৯২ পিস ইয়াবা, ১৫৯ গ্রাম ৫৩২ পুরিয়া হেরোইন, ২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, সাড়ে ৪ মিলি দেশি মদ ও ৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply