Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজধানীতে ময়লার বালতিতে শিশুর লাশ উদ্ধার
--সংগৃহীত ছবি

রাজধানীতে ময়লার বালতিতে শিশুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:

রাজধানীর হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনের ডাস্টবিনের কাছে ময়লার বালতি থেকে আনুমানিক দেড় বছরের একটি কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বলেন, ‘শিশুটিকে এই এলাকার কেউ চিনতে পারছে না। একটি ডাস্টবিনের কাছে ময়লার বালতিতে করে লাশ ফেলে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, শিশুটিকে অন্য কোথাও মেরে এখানে ফেলে রেখে গেছে। শিশুটির বয়স এক থেকে দেড় বছর হবে।’

শিশুটির পরিচয় ও খুনিকে শনাক্ত করতে পুলিশ এরই মধ্যে ওই এলাকার দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ বিষয়ে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply