Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজধানীর তিন কোরবানির পশুর হাট বাতিল

রাজধানীর তিন কোরবানির পশুর হাট বাতিল

করোনার কারণে কমলাপুর, আমুলিয়া মডেল টাউন ও শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড হাট বাতিল

অনলাইন ডেস্ক : ৯ জুলাই, ২০২১

চলমান করোনা মহামারি বিবেচনায় রাজধানীর তিনটি পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।

বাতিল করা পশুর হাট তিনটি হলো- (১) লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা (২) আমুলিয়া মডেল টাউন এর আশপাশের খালি জায়গা এবং (৩ শ্যামপুর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

উল্লেখ্য, দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহবান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোনো পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

পশুর হাটগুলো ঈদ-উল-আযহা’র দিনসহ মোট ৫ দিন এসব হাটে পশু কেনা-বেঁচা করা যাবে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি পরিপালনসহ অন্যান্য শর্তাবলী সাপেক্ষে অস্থায়ী ১০ পশুর হাট ইজারাপ্রাপ্তদের সাথে চুক্তি সম্পন্ন করা হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply