Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজনীতির কারণে কলেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে : উপাচার্য
--Collected pic

রাজনীতির কারণে কলেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে : উপাচার্য

Online Desk:

রাজনীতির কারণে বাংলাদেশের কলেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ ছাড়া কলেজগুলো ঠিকভাবে মনিটর করা হচ্ছে না বলেও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপাচার্য বলেন, ‘রাজনীতি করতে চাইলে কলেজের বাইরে করবেন, কলেজের ভেতরে না।

সিলেবাস সংস্কার নিয়ে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পরিবর্তন আনতে যাচ্ছি।

সিলেবাস সংস্কার করা সম্ভব হলে বাংলাদেশের রেমিট্যান্স দ্বিগুণ বৃদ্ধি পাবে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ডলার আসবে দেশে। আমাদের এই প্রজন্মের মেয়েরা হবে ফ্রিল্যান্সিংয়ের এজেন্ট। কোনো ধরনের সুযোগ না পেয়ে বাংলাদেশ এখন ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে।
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরেও বিশ্বের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। অথচ পার্শ্ববর্তী দেশগুলো বিভিন্ন সূচকে ১ নম্বর, ২ নম্বর স্থানে অবস্থান করছে। আমাদের চেয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান-চায়নার পার ক্যাপিটাল এগিয়ে।’অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের বোর্ড সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply