প্রবীণ রাজনীতিক সিরাজুল আলম খান (দাদা ভাই) আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার (৯ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
এর আগে বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত অসুস্থ সিরাজুল আলম খানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে গত ১ জুন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৮ জুন) রাতে তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।
সূত্র: কালের কন্ঠ অনলাইন