Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজশাহীতে নিয়ন্ত্রণহীন আলুর দাম

রাজশাহীতে নিয়ন্ত্রণহীন আলুর দাম

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নিয়ন্ত্রণহীন আলুর মূল্য। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। গত তিন দিনে এ সবজির দাম প্রতি কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতারা। তবে কৃষি বিভাগ ও আড়তদারদের দাবি, মহামারী করোনাভাইরাস ও দফায় দফায় বন্যার কারণে ত্রাণের মাধ্যমে আলু বিতরণ করা হয়েছে। যার ফলে মজুদকৃত আলু শেষ হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, বর্তমানে দেশে এক কোটি টন আলু উৎপাদনের বিপরীতে বার্ষিক চাহিদা ৭০ লাখ টন। সেই হিসেবে ৩০ লাখ টন আলু উদ্বৃত্ত থাকলেও দাম বাড়ার জন্য সংকটের দোহাই দিচ্ছেন আড়তদাররা। গতকাল বুধবার (১৪ অক্টোবর) সরেজমিনে নগরীর সাহেব বাজার, উপশহর নিউমার্কেট, কোর্ট বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি আলু ৫০-৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা দর কষাকষি করেও দাম না কমায় প্রয়োজনের তুলনায় কম আলু কিনছেন। এমনকি আলু ক্রয় না করেই ফিরে গেছেন অনেকে। খুচরা বিক্রেতারা জানান, প্রতি কেজি আলু ৪৮টাকা দরে কিনে ৫০ টাকা দরে বিক্রি করছেন। তাদের লাভ সীমিত। মাঝখানে চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচসহ যাবতীয় নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নিয়েই আড়তদাররা আলুর দামও বাড়িয়েছেন। এবিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল হক জানান, বন্যায় ত্রাণ হিসেবে আলু দেয়া হয়েছে। বন্যার পানিতে বিভিন্ন সবজি ডুবে নষ্ট হয়ে যাওয়ায় মানুষ সবজি হিসেবে আলু বেশি খেয়েছে। পানি নেমে গেলে দাম কমে যাবে। তবে আলুর দাম আর বাড়বে না বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে লাগামহীন দামে আলু বিক্রি হওয়ায় মাঠে নেমেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। তবে খুচরা বিক্রেতারা মেমো দেখাচ্ছেন। এ বিষয়ে রাজশাহী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারী বলেন, আমরা বাজার মনিটর করছি। কিন্তু যাকেই ধরছি তিনিই মেমো দেখাচ্ছেন। সাধারণ বিক্রেতারা দাম বাড়াতে পারেন না। ব্যবসায়ীরা তাদের মেমোতে বলছেন, ৪৩ টাকা কিনে ৪৫ টাকা দরে বিক্রি করছেন।

About Syed Enamul Huq

Leave a Reply