Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
--প্রেরিত ছবি

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইনসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৫। গতকাল রোববার সন্ধা সাড়ে ৬ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কানরা এলাকার হায়াত আলীর ছেলে জাহিদুল ইসলাম। র‌্যাব ৫ সোমবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব ৫ এর একটি আভিযানিক দল রোববার ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজারস্থ জনৈক মজিবর এর মুদির দোকানের সামনে দুর্গাপুর টু শিবপুর গামী পাকা রাস্তার ওপর ইজিবাইকে অভিযান পরিচালনা করে।এসময় মাদক কারবারি জাহিদুল ইসলাম (৩৫) এর নিকট হইতে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে ডিএমপি এর তেজগাঁও থানার এফআইআর নং-১৮/৪৮৬, তারিখ ১৩ ডিসেম্বর, ২০১৭; ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply