Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন আসিফ নজরুল
--সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন আসিফ নজরুল

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়ে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় বিচারপতির সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এড়িয়ে যান আইন উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না।
আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ৩ বা ৪ নভেম্বর এই বিল্ডিংয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

এক সাংবাদিক প্রশ্ন করেন- স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন।
প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, না ভাই, এটা নিয়ে কথা বলব না, ব্যস্ত আছি। এরপর তিনি গাড়িতে উঠে বের হয়ে যান।এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এ দিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপির) কাছে পাঠানো হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply