Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাস্তায় পড়ে থাকা শিশুটির দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি

রাস্তায় পড়ে থাকা শিশুটির দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি

অনলাইন ডেস্কঃ

ঝিনাইদহে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া শিশুটির দায়িত্ব নিয়েছেন নিঃসন্তান এক দম্পতি। আজ শনিবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটিকে তাদের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, শিশুটি উদ্ধারের পর ২৭ জন দম্পতি তাকে দত্তক নেওয়ার আবেদন করে। গতকার

গতকাল শুক্রবার রাতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরি সিন্ধান্ত মোতাবেক সদর উপজেলার পাগলা কানাই এলাকার হারুন-অর রশিদ ও রাজিয়া দম্পতিকে শিশুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে শনিবার(১৫ আগস্ট) সকালে তাদের কাছে শিশুটির দায়িত্ব বুঝে দেয় পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে রাস্তার পাশের ঝোপের ওপর ব্যাগের মধ্যে কম্বলে মোড়ানো এক ছেলে নবজাতককে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকালের চেয়ে শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তবে এখনো ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বলেন, হারুন-অর রশিদ ও রাজিয়া দম্পতিকে শিশুটি দত্তক হিসেবে দেওয়া হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply