Thursday , 10 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ রাজধানীর মিরপুর এলাকায় মিনিট্রাক হতে ৩৬ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ রাজধানীর মিরপুর এলাকায় মিনিট্রাক হতে ৩৬ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব ৪ এর অভিযানে রাজধানী মিরপুর এলাকায় একটি মিনিট্রাক হতে ৩৬ কেজি গাঁজাসহ ১জনকে আটক করেন।

গোপনসূত্রে খবর পেয়ে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৪/০১/২০২১ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় রাজধানীর মিরপুর মডেল থানাধীন জনতা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মিনিট্রাকসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফরহাদ হোসেন (২৮), জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মিনিট্রাকের মাধ্যমে বিশেষ কায়দায় পুরাতন আসবাবপত্র পরিবহনের আড়ালে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About Syed Enamul Huq

Leave a Reply