Friday , 7 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
র‍্যাবের অভিযানে বন্দুকসহ সন্ত্রাসী গ্রেফতার
--প্রেরিত ছবি

র‍্যাবের অভিযানে বন্দুকসহ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বন্দুক সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার জাহিদ হাসান সৌরভ (১৯) উপজেলার একলাসপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে চৌমুহনী পৌরসভার হাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার সকাল ১১টায় তথ্য নিশ্চিত করে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান জানায়, গ্রেফতার সৌরভ মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। র‌্যাবের সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply