Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরের কমলনগরে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ১০ কেজি ইলিশসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য প্রশাসন ও কোস্টগার্ড।
গত রোববার (২২ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের কমলনগরে অভিযান চালিয়ে ইলিশসহ জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মাছগুলো দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, কমলনগর উপজেলার মেঘনা নদীর হেতনার খাল থেকে বাত্তির খাল এলাকায় রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এই অভিযানে ২০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে কোনো জেলেকে আটক করা হয়নি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের নির্দেশে মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো মাতাব্বরহাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এসময় নদীতে সব প্রকার মাছ শিকার নিষিদ্ধ।

About Syed Enamul Huq

Leave a Reply