Friday , 17 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে ঝুমুরের গোল চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসে শেষ হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি ও আঞ্চলিক কমিটির সমন্বয়ক মানবতাবাদী শামসুল করিম খোকনের সভাপতিত্বে র‍্যালিতে অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, টিএসআই কামরুজ্জামান, এড.নুর মোহাম্মদ, এড.মো: সেলিম, সাংবাদিক আবীর আকাশ, সাংবাদিক মোঃ রবিউস সানি আকাশ, সাংবাদিক মিজানুর রহমান, মহি উদ্দিন খোকন, লিয়াকত আলী মাস্টার, মোঃ মাজেদ, আহসান উল্লাহ তুহিনসহ জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় মানবতাবাদীরা বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সদয় দৃষ্টি কামনা করেন। বিগত দিনের মতো যেন আর মানবাধিকার লঙ্ঘন না হয় সে দিকে সজাগ থাকার অনুরোধ জানান।

র‍্যালিতে অংশ নেয়া মানবাধিকার সংগঠনের মধ্যে-বাংলাদেশ মানবাধিকার কমিশন, আইন সহায়তা কেন্দ্র (আসক), আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সংগঠন নেতৃত্বকারীরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply