Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে দুই সাংবাদিককে সংবাদ সংগ্রহে জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলীর বাঁধা
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে দুই সাংবাদিককে সংবাদ সংগ্রহে জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলীর বাঁধা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব তার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেলালকে দিয়ে ফাইল প্রসেসিং এর নামে ঘুষ নেয়ার অভিযোগ নিয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য জানতে গেলে সেখানে পূর্ব থেকে বসে থাকা রায়পুর উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন সাংবাদিকদের বাধা দেয়। এ সময় রমিজ উদ্দিন কর্কশ ভাষা ব্যবহারসহ ওই দুই সাংবাদিকের ছবি ও ভিডিও তোলার চেষ্টা করেন।

রবিবার (১৭নভেম্বর) দুপুরে দৈনিক জবাবদিহি, দৈনিক প্রতিদিনের চিত্র, দ্যা নিউজ, বাংলাদেশ নিউজ টুডে এর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবীর আকাশ ও দৈনিক সকালবেলা, ডেইলি ব্যানার জেলা প্রতিনিধি মো. রবিউস সানি আকাশ লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বার্হী প্রকৌশলীর রুমে গিয়ে কমলনগরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব এর বিরুদ্ধে ফাইল প্রসেসিং এর নামে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেলালকে দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ অবগত করে জেলা নির্বাহী প্রকৌশলীর বক্তব্য জানতে চেয়ে ভিডিও বক্তব্য নিতে গেলে সামনে বসে থাকা রায়পুর উপজেলা জনস্বাস্থ্যের প্রকৌশলী রমিজ উদ্দিন বাধা দেয়। এসময় রমিজ উদ্দিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দায়িত্বরত সাংবাদিকদের নানা ধরনের প্রশ্ন করতে থাকেন।

নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার বক্তব্য দিতে চাইলেও রমিজ উদ্দিন শোর চিৎকার ও চেঁচামেচি করতে থাকেন।

জেলা নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার রমিজ উদ্দিনকে থামাতে চেষ্টা করেন। বিলকিস আক্তার রমিজ উদ্দিনকে সাংবাদিকের কাছে মাফ চেয়ে ঘটনাটি আপোষ করতে বলেন। এসময় তিনি বলেন-‘আসলে ও সব সময় কথায় প্যাঁচ সৃষ্টি করে বিতর্ক বাধায়। যাই হোক ভাই আপনারা মনে কিছু নিবেন না।’

About Syed Enamul Huq

Leave a Reply