লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. জসীম উদ্দিনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক ও প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের জন্য মাগফেরাত কামনা, বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।