Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

লক্ষীপুর প্রতিনিধি:
“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ” এ স্লোগান নিয়ে দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রচারণা ও খাওয়ানো কার্যক্রম চলছে। লক্ষ্মীপুর উত্তর স্টেশন মোহাম্মাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল প্রচারণা ও খাওয়াতে দেখা যায় রেডক্রিসেন্ট সদস্যদের।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন হিসাব অনুযায়ী লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন “এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১৪৮০ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৯৯ শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৭ হাজার ৮২৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১ লাখ ১১ হাজার ৫০০, লক্ষ্মীপুর পৌরসভায় ২ হাজার ৩০০, রায়পুরে ৪৩ হাজার ২০৭, রামগঞ্জে ৪৪ হাজার ৭৭১, রামগতিতে ৪৭ হাজার ৫০০ ও কমলনগরে ১৭ হাজার ৩০০ শিশু এ ক্যাপসুল পাবে।
ক্যাপসুল খাওয়ানোর কাজে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফ ডব্লিউ এ সদস্য, ১৭০ জন সিএইচসিপি সদস্য, ২৯৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ১৮৪ জন সুপারভাইজার এ ক্যাম্পেইনের দায়িত্বে থাকবেন।

About Syed Enamul Huq

Leave a Reply