Sunday , 3 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুর-২ আসনে নৌকার মনোনয়নপত্র জমা দিলেন এ্যাড.নয়ন

লক্ষ্মীপুর-২ আসনে নৌকার মনোনয়নপত্র জমা দিলেন এ্যাড.নয়ন

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১ ঘটিকায় নয়ন তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সুরাইয়া জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, আওয়ামী লীগ নেতা, অ্যাডভোকেট জসিম উদ্দিন, এ্যাড. রাসেল মাহমুদ মান্না, লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসমাইল হোসেন শিপন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ও যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ানসহ প্রমুখ।
উল্লেখ্য অ্যাডভোকট নূরউদ্দিন চৌধুরী নয়ন সাবেক লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তামানে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য ছিলেন।
এছাড়া লক্ষ্মীপুরের ৪টি আসনে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৪টি আসনে মোট ৪৩ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রতিটি আসনে আওয়ামী লীগের (নৌকার) বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ অন্যান্য দলের একাধিক প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply