Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শফিকুল আলমের কাছে যে ব্যাখ্যা চাইলেন সাংবাদিক নুরুল কবির
--নুরুল কবির ও শফিকুল আলম।

শফিকুল আলমের কাছে যে ব্যাখ্যা চাইলেন সাংবাদিক নুরুল কবির

অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমের কাছে একটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির। শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেসসচিব নাকি সরকারের মুখপাত্র এটি স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ ব্যাখ্যা দাবি করেন তিনি।

ফেসুবক পোস্টে জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের এখনই সময়, শফিকুল আলম কি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র, তা জনগণের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করার।

তিনি আরো বলেন, ‘যদি তিনি (শফিকুল আলম) সরকারের মুখপাত্র হন, যেমনটি তিনি আপাতদৃষ্টিতে নিজেকে উপস্থাপন করেন, তাহলে অধ্যাপক ইউনূস এবং তার মন্ত্রিসভার সকল সদস্যকে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল এবং ধারা সম্পর্কে তার ঘন ঘন আপত্তিকর মন্তব্যের দায়িত্ব নিতে হবে।’

About Syed Enamul Huq

Leave a Reply