অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমের কাছে একটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির। শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেসসচিব নাকি সরকারের মুখপাত্র এটি স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ ব্যাখ্যা দাবি করেন তিনি।
ফেসুবক পোস্টে জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের এখনই সময়, শফিকুল আলম কি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র, তা জনগণের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করার।