Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

শাহ আমানতে দুবাই থেকে আসা ১০ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের প্রায় ১০ কেজি স্বর্ণবার আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের ১৭ বি নম্বর ও পাশের সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। অভিযানে কাস্টমস গোয়েন্দার সঙ্গে অংশ নেন বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিমও। অভিযানে ২৪ ক্যারেটের ৯ কেজি ৯৭৬ গ্রাম ওজনের ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউস চট্টগ্রামের বিমানবন্দর ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তা।

About Syed Enamul Huq

Leave a Reply