Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি : মন্ত্রিপরিষদসচিব
--সংগৃহীত ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি : মন্ত্রিপরিষদসচিব

অনলাইন ডেস্ক:

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি। বিনোদনকেন্দ্র এবং গ্যাদারিংয়েরও পারমিশন দেওয়া হয়নি।

আজ সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানাবে। ওনারা এটা নিয়ে আলোচনা করছে কিভাবে এটা করা যায়। আগে তো ভ্যাকসিনেশন তারা জোরদার করছে, যাতে ছাত্রদেরও ভ্যাকসিন দিয়ে দেওয়া যায়। তারপর দেখা যাক।

টিকার বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সেদিন বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেছেন। হেলথ মিনিস্ট্রি এ বিষয়ে ব্রিফ করবে। এটা আজকের মিটিংয়ে আলোচনা হয়নি।

এ সময় করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আন্তজেলা বাস চলাচল কমাতেই গণপরিবহনের ক্ষেত্রে অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

About Syed Enamul Huq

Leave a Reply