Tuesday , 10 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের আড়ালে অনুপ্রবেশকারীদের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন
--প্রেরিত ছবি

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের আড়ালে অনুপ্রবেশকারীদের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে কোটা সংষ্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌক্তিক শিক্ষার্থীদের ভিতরে অনুপ্রবেশকারীরা তাদের ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালিয়ে তাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করেছে। ফলশ্রুতিতে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হামলা, সংঘাত, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নরসিংদির কারাগার থেকে দুর্ধর্ষ জঙ্গিসহ বন্দি-কয়েদিদের মুক্ত করে দেয়া, অস্ত্র লুটসহ সীমাহীন আর্থিক ক্ষয়ক্ষতির সাথে সাথে প্রাণহানি হয় অনেক মূল্যবান
জীবনের যা পূরণ হওয়ার নয়। মহামান্য আপিল বিভাগের রায়ের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অতিদ্রুত কোটা সংস্কার এর প্রজ্ঞাপন জারি করে, যেখানে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা আকাংখার প্রতিফলন ঘটেছে। ফলে দেশের অনেক স্থানে ও বিশ্ববিদ্যালয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। একজন নোবেল জয়ী ড. ইউনুস, যিনি
দেশের জন্য দেশ প্রেমিকের ন্যায় কাজ করার কথা থাকলেও উল্টো বহি:বিশ্বের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করে যাচ্ছে, ফলশ্রুতিতে নৈরাজ্যকারীরা আরো উৎসাহিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ড. মোহাম্মদ আব্দুল হামিদ সভাপতি (ভারপ্রাপ্ত), বাউবিশিস ২০২৪, ড. মোঃ শহীদুর রহমান
সাধারণ সম্পাদক, বাউবিশিস ২০২৪

মানববন্ধনে বাউবি শিক্ষক সমিতি সাধারণ ছাত্র-জনতাকে হয়রানি না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানায়। সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ শহীদুর রহমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন। ভারপ্রাপÍ সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হামিদ অপরাধীদের বিচারের আওতায় এনে দ্রুত
শাস্তি নিশ্চিত করার পাশাপাশি কোনো নিরাপরাধ ও নিরীহ ছাত্র-জনতা পুলিশ হেফাজতে থাকলে তাদের নিরাপদে দ্রুত পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

 

About Syed Enamul Huq

Leave a Reply