Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শিক্ষার্থী-ব্যবসায়ীদের সমঝোতা, পাঁচ ঘণ্টা পর সংঘর্ষ থামল
--সংগৃহীত ছবি

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সমঝোতা, পাঁচ ঘণ্টা পর সংঘর্ষ থামল

অনলাইন ডেস্ক:

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সমঝোতায় আসায় বন্ধ হয়েছে সংঘর্ষ। দ্বিতীয় দফায় প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ শেষে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো নিউ মার্কেট এলাকায়।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপপরিদর্শক সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাজ্জাদুর রহমান বলেন, ‘ছাত্র ও ব্যবসায়ীরা দুই পক্ষই সমঝোতায় এসেছে। রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। ’

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে নিউ মার্কেটের দোকানিদের মারধরকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষ শেষে ভোর ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ফের সংঘর্ষ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply