বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়া ছাত্রদল সভাপতির অভিযোগ, সম্প্রতি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে খবর প্রচার করা হচ্ছে। বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ওই ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মীর সম্পর্ক নেই বলে প্রাথমিক তথ্যে পেয়েছি।
আরেক প্রশ্নের জবাবে ছাত্রদল সম্পাদক বলেন, আমারা গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন।