Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শীর্ষে ম্যানসিটি

শীর্ষে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক :

শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে আরও সুসংহত করেছে ম্যানচেস্টার সিটি।     

২১ ম্যাচে ৪১ পয়েন্ট ম্যানইউর। এক ম্যাচ কম খেলা সিটির অর্জন ৪৪ পয়েন্ট। লিস্টার ২০ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে।       

শেফিল্ডকে বাজে রক্ষণের খেসাড়ত দিতে হয় খেলার ৯ মিনিটেই। বক্সের ডান প্রান্তে ঢুকে মাটিতে পড়ে গিয়েও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ ছিলেন ফেরান তোরেস। অসাধারণ দক্ষতায় মার্কারকে কাটিয়ে বাম প্রান্তে বল দিয়েছিলেন জেসুসকে। লক্ষ্যের মুখে থাকা জেসুস জালে পাঠাতে কোনও ভুল করেননি। এর ফলে ৯ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলা বন্ধ ছিল বেশখানিক্ষণ। মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছিলেন ফিল ফোডেন ও জন লুন্ডস্ট্রাম। তাদের শুশ্রূষা দেয়া হয় মাঠেই। শেফিল্ডকে অনবরত আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেছিল ম্যানসিটি। ৭১ মিনিটের কাছে দুটি সুযোগ তৈরি করেছিল।  কিন্তু দারুণ দক্ষতায় তা সেভ করেছেন অ্যারন রামসডেল।

পর দিকে টানা তৃতীয় ম্যাচের মতো পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। শেষ দিকে ম্যানইউ স্ট্রাইকার কাভানি দুটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি । 

About Syed Enamul Huq

Leave a Reply