Tuesday , 10 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শুক্রবারও চলবে মেট্রো রেল
--ফাইল ছবি

শুক্রবারও চলবে মেট্রো রেল

অনলাইন ডেস্কঃ

রাজধানীর দ্রুতগতির বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রো রেল সপ্তাহে ৬ দিন চলাচল করলেও যাত্রীদের কথা বিবেচনা করে শুক্রবারও মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাজ করছে বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

তারা জানান, এখানো এ বিষয়ে ঘোষণা হয়নি। তবে পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব।

বর্তমানে সকাল ৭টা ১০ ও ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৯টা ১৩ মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন।

About Syed Enamul Huq

Leave a Reply