Wednesday , 17 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে” কুষ্টিয়ায় মাহাবুব উল আলম হানিফ

শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে” কুষ্টিয়ায় মাহাবুব উল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি :- 
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন, ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশুড়িয়া জাতীয় মহাসড়ক (এন-৭০৪) এর কুষ্টিয়া শহরাংশ ফোরলেন উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুরে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, ‘পদ্মা সেতুর ফলে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধা হবে। অথচ এই পদ্মা সেতু তৈরি করতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিলো। এটা নিয়ে অনেক কথা হয়েছিলো। খালেদা জিয়া বলেছিলেন জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হলে গাড়ি চলবো না, ট্রেন চলবো না, ভাইঙ্গি পড়বিনে, অথচ গ্রামের এক মানুষের এখন কথা ব্রিজ খাঁড়াই গেছে। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। ’ তিনি আরো বলেন, শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে।আগামী দুই বছর পর দেশের উন্নয়ন বদলে যাবে। আগামীতে উন্নত আত্মমর্যাদার এক বাংলাদেশ হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিমের সভাপতিত্বে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply