Saturday , 8 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘শেখ হাসিনাতেই আস্থা’—কোটালীপাড়ায় দেওয়ালে দেওয়ালে পোস্টার
--সংগৃহীত ছবি

‘শেখ হাসিনাতেই আস্থা’—কোটালীপাড়ায় দেওয়ালে দেওয়ালে পোস্টার

অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের দেওয়ালে দেওয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’ নামক একটি সংগঠন এ পোস্টার টানিয়েছে।

পোস্টারের শীর্ষে লেখা রয়েছে, ‘আগেই ভালো ছিলাম’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং নিচে লেখা, ‘শেখ হাসিনাতেই আস্থা’।

পোস্টারটি স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন পেশার মানুষ উৎসুকভাবে পোস্টার দেখছেন।স্থানীয়রা জানান, কোটালীপাড়ায় এ ধরনের সংগঠন আগে দেখা যায়নি। নতুন এই সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply