Sunday , 16 November 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার সঙ্গে ছবি দেখিয়ে দোসর বলা ঠিক নয় : সারজিস আলম
--সংগৃহীত ছবি

শেখ হাসিনার সঙ্গে ছবি দেখিয়ে দোসর বলা ঠিক নয় : সারজিস আলম

অনলাইন ডেস্কঃ

শেখ হাসিনার সঙ্গে ছবি দেখিয়ে আওয়ামী লীগের দোসর বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেন, ‘কোনো কিছু অ্যাখ্যা দেওয়ার পূর্বে অভ্যুত্থানে তার ভূমিকা দেখা উচিত।’

সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী নগরীর চেম্বার অব কমার্স ভবন অডিটরিয়ামে এসব কথা বলেন সারজিস আলম।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সঙ্গে আপনারা শেখ হাসিনার ছবি দেখছেন না।

ছবিটি তো সত্য। ওই ছবি দেখিয়ে কেউ যদি ফ্রেমিং করে এই লোকটা ওখানকার দোসর ছিল, আমি মনে করি এটি অপ্রাসঙ্গিক।’ছবির ব্যাখ্যা দিয়ে সারজিস আলম বলেন, ‘আমি ২০১৯ সালে ডাকসুতে নির্বাচিত হয়েছি। ওই নির্বাচনে যারা জয় লাভ করেছে তাদের ডেকে নেওয়া হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে।

তো সেই ছবি দেখিয়ে আপনি যদি আমাকে জাজ করেন, সেটি তো হবে না। আপনি আমার অভ্যুত্থানে ভূমিকা দেখেন।’এনসিপিতে নেতাকর্মীদের অন্তর্ভুক্তির ব্যাপারে সারজিস আলম বলেন, ‘আমরা দেখছি, জুলাই অভ্যুত্থানে জুলাইয়ের বিরোধিতা ছিল কি না, থাকলে সে আমার এখানে থাকার কোনো সুযোগ নেই। যদি কেউ ভুলক্রমে আসে আমরা যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেব।

যদি অন্য দলে রানিং কোনো পোস্টে কেউ থাকে আমরা তাকে নেব না। আর যদি কারো বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ আমাদের কাছে আসে তাকে আমরা অন্তর্ভুক্ত করব না।’এনসিপিতে পদ পেয়ে অনেকে দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন। তাদের সম্পর্কে জানতে চাইলে সারজিস আলম বলেন, ‘অনেকে পদ পাওয়ার পর লোভ সামলাতে পারছে না। অপকর্মে জড়িয়ে পড়ছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

About Syed Enamul Huq

Leave a Reply