Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শেরপুরের নকলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

শেরপুরের নকলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

শেরপুর প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একীভূত শিক্ষা প্রকল্পের আওতায় শেরপুরের নকলায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন সুবিধাভোগী প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পার্থপাল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাভোগী ১৪ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ৫টি হুইল চেয়ার, ৪টি শ্রবনযন্ত্র ও ডাক্তারের পরামর্শক্রমে চশমা গ্রহণের জন্য ৫ জনকে মাথাপিছু নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, এসব এ্যাসিস্টিভ ডিভাইস প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের লেখাপড়াসহ প্রাত্যহিক কাজকর্মে সহায়ক হবে। ওইসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল নোমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাবিনা শারমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply