Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শেরপুরে প্রাথমিক সমাপনীতে বৃত্তিপ্রাপ্ত ২৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

শেরপুরে প্রাথমিক সমাপনীতে বৃত্তিপ্রাপ্ত ২৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ পতœী শান্তনা বেগম।
এসময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরে আলম মৃধা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা করুণা দাস কারুয়া।
অনুষ্ঠানে সদর উপজেলার ২৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়। প্রাথমিক সমাপনীতে জেলায় প্রথম স্থান অধিকার করায় গোল্ড মেডেল লাভ করেন হুইপ কন্যা সাদিয়া রহমান অপি।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, এ বছরের ন্যায় এখন থেকে প্রতিবছর শিক্ষার্থীদের জন্য এরকম সংবর্ধনার আয়োজন করে আমি তাদের স্মৃতিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস ধরে রাখতে চাই। এখন মোবাইল ফোনের যুগ, মোবাইল ফোনকে যেন বাচ্চারা সুফলের দিকে ব্যাবহার করে।

About Syed Enamul Huq

Leave a Reply