Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শোকাবহ অক্টোবর

শোকাবহ অক্টোবর

আজ ১৬ অক্টোবর ২০২১ তারিখ- জাতীয় দৈনিক সকালবেলা এবং The Daily Morning Times এই দুইটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের ১ম মৃত্যুবার্ষিকীর মাস শোকাবহ অক্টোবরের ১৬তম দিন। তিনি বিগত ২৭ অক্টোবর ২০২০ তারিখে ইন্তেকাল করেছেন।
দৈনিক সকালবেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যেমন দায়িত্ববান ছিলেন, তেমনি একজন আদর্শ পিতা হিসেবে সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত যত্নবান। স্ত্রীর স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেননি বরং সহায়তা করেছেন সর্বক্ষণ। তাঁর স্ত্রী যখন পল্লবী মহিলা ডিগ্রি কলেজে লেকচারার হিসেবে যোগদান করেছিলেন, তখন তিনি তাকে যথেষ্ট সহযোগীতা করেছেন। দিনের পর দিন তিনি তাকে কলেজে পৌঁছে দিয়েছেন এবং নিয়েও এসেছেন। নারী পুরুষের মতভেদ ভুলে গিয়ে তিনি তাঁর স্ত্রীকে দেখেছেন সমান্তরালভাবে। বর্তমানে তাঁর স্ত্রী বেগম নিলুফার আক্তার পল্লবী মহিলা ডিগ্রী কলেজের একজন স্বনামধন্য অধ্যক্ষ। এ দু’জন মিলে তাদের দুই মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। এ দু’টি মেয়েই তাদের কলিজার টুকরা, নয়নের মনি, তাদেরকে মা বলে ডাকতেন, কখনো নাম ধরে ডাকেনি। একজন আদর্শ পিতা তিনি সন্তানদের প্রতি সবসময় ভূমিকা রেখেছেন। বর্তমানে তাঁর বড় মেয়ে দুবাইতে সংসার ধর্ম পালন করছেন। তিনি সবসময় ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতেন। স্ত্রী এবং মেয়েদের নিয়ে বেড়াতে যেতেন দেশ- বিদেশে। তিনি সব সময় বলতেন, আমাদের এই ছোট জীবনে চলার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে কিন্তু সবকিছু বির্সজন দিয়ে টাকার পিছনে ছুটা বোকামী। তাই আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি, শান্তি এবং সুখে আছি। এ জীবনে আমি আর বেশী কিছু চাই না। তিনি আরো বলতেন, অনেকে টাকার পেছনে ছুটতে গিয়ে নিজের পরিবার পরিজনকে ভুলে যায়। শুধুই টাকার পিছনে ঘোরে। আমি তাদের থেকে সম্পূর্ন আলাদা। আমি সব সময় সম্পর্ককে মজবুত করার চেষ্ঠা করি এবং সেই সম্পর্ককে মূল্যায়ন করি। তিনি বলতেন, আমি কখনো টাকাকে বড় করে দেখিনি। আমার যা আছে আলহামদুলিল্লাহ।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্পাক তাঁকে বেহেস্ত নসীব করুন-আমিন। —–চলবে।

About Syed Enamul Huq

Leave a Reply