Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে ফাঁসি দিলেন কলেজছাত্রী
--প্রতীকী ছবি

শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে ফাঁসি দিলেন কলেজছাত্রী

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর রহিমা খাতুন মুক্তার (২০)সাথে প্রেমের সম্পর্কের জেরে লক্ষ্মীপুরের ইব্রাহীম হৃদয়ের (২৪) সঙ্গে মুঠোফোনে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু শ্বশুরবাড়িতে ঠাঁই মেলেনি রহিমার। মেলেনি সামাজিক ও পারিবারিক স্বীকৃতি। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে অভিমানে নোয়াখালী শহরের বার্লিংটন এলাকার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রহিমা। তিনি নোয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাইজদী বার্লিংটন মোড় সেন্ট্রাল রোডের বাসিন্দা আনিসুল হকের মেয়ে এবং নোয়াখালী মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। এলাকাবাসী জানান, মেয়েটির সঙ্গে ইব্রাহীম হৃদয়ের মুঠোফোনে সম্পর্ক হয়। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতিতে ২০২২ সালে বিয়ে করেন তারা। কিন্তু ইব্রাহীমের পরিবার মেনে না নেওয়ায় শাশুড়ির সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো রহিমার। এসব নিয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রহিমা।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর জায়েদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমরা শুনেছি মেয়ের সঙ্গে শাশুড়ির কথা কাটাকাটি হয়েছে। ফলে অভিমানে গলায় ফাঁস দিয়েছে। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

About Syed Enamul Huq

Leave a Reply