Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সচিবালয়ে সপ্তাহে ২ দিন সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ
--ফাইল ছবি

সচিবালয়ে সপ্তাহে ২ দিন সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ

অনলাইন ডেস্কঃ

সপ্তাহে দুদিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না।

বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়াদি বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পরবর্তী নির্দেশনা দেওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে।

 সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, আগে সচিবালয়ে সপ্তাহে একদিন (সোমবার) দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এখন থেকে সপ্তাহে দুইদিন (সোমবার ও বৃহস্পতিবার) দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।এর আগে, সরকারি কর্মকর্তাদের বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

About Syed Enamul Huq

Leave a Reply