সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করা নতুন ছাত্রসংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের নতুন সংগঠনটির। তবে আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের ‘সিন্ডিকেট, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘উত্তরায় বৈষম্য, মানি না মানব না’ স্লোগান দিতে দেখা যায়।
নতুন দলের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য তারা করেছে এটা মানি না। তারা কিভাবে এটা করে? প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিক্ষোভরত শিক্ষার্থী।
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে নতুন দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সমন্বয়ক মো. হাসিব আল ইসলাম বলেন, ‘আলোচনার ভিত্তিতে সবার প্রতিনিধিত্বের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।’