Wednesday , 27 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরকারি দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা জারি

সরকারি দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক:

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দপ্তরে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে সরকার।

আজ বুধবার (১৭ আগস্ট) এক তথ্য বিবরণীতে সরকারি ভবনে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের নির্দেশনা জারির কথা জানানো হয়।

নির্দেশনার মধ্যে রয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলইডি লাইট ব্যবহার করা; আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দেওয়ালে উপযুক্ত রং ব্যবহার করা; সিঁড়ি, ওয়াশরুম, ওয়েটিং রুম, করিডোরসহ কমন স্পেসে মানুষের উপস্থিতিতে জ্বলে-নিভে এমন লাইটিং সিস্টেম ব্যবহার করা; বিল্ডিং কোডে উল্লিখিত কোনো কাজে কত মাত্রার উজ্জ্বলতা বজায় রাখতে হবে তা অনুসরণ করা; বৈদ্যুতিক বাল্ব নিয়মিত পরিষ্কার রাখা; দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

নির্দেশনায় এসির ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা; এসি ব্যবহারের সময় কক্ষের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা; জানালায় দুই স্তর বিশিষ্ট কাঁচ অথবা পর্দা ব্যবহার করা; এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা; বছরে কমপক্ষে একবার এসির সার্ভিসিং করানো; এসির ডাক্ট বা পাইপের লিকেজ পরীক্ষা করা; বিদ্যুৎ সাশ্রয়ী ও ইনভার্টারযুক্ত এসি ও ফ্রিজ ব্যবহার করার কথা বলা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী ও বাতাস বেশি তৈরি হয় এমন ফ্যান ব্যবহার করা; কাজ ব্যতিরেকে অফিসের চালু কম্পিউটার ও ল্যাপটপগুলো পাওয়ার সেভিং মোডে রাখা; ডেস্কভিত্তিক প্রিন্টার ও স্ক্যানার ব্যবহারের পরিবর্তে নেটওয়ার্কের আওতায় কম যন্ত্রপাতি ব্যবহার উৎসাহিত করার বিষয়টিও রয়েছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply