Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরাইলে আমনের ভালো ফলনের সম্ভাবনা

সরাইলে আমনের ভালো ফলনের সম্ভাবনা

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলায়  আমন আবাদে বাম্পার ফলন না হলেও ভালো হওয়ার আশা করছেন কৃষি বিভাগ। সরাইল উপজেলা  কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের  মধ্যে নয়টিতেই হাইব্রীড, উফশী স্থানীয় ৩০২০সহ উপজেলায় সর্ব মোট ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। এরমধ্যে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। এবারে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জমিতে অতিরিক্ত আমন ধান আবাদ হয়েছে। সরাইল উপজেলার সদর ৬ শত ২০ , কালিকচ্ছ ১ হাজার ৬২৫ , নোয়াগাঁ ১ হাজার ৮৯০, শাহবাজপুর৮ শত ৫০, শাহজাদাপুর ৭ শত ৫০, চুন্টা ২শত৫০ , পাকশিমুল ৩০, অরুয়াইল ৩৫, পানিশ্বর ৬৭০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। এরমধ্যে সদর ইউনিয়নে, কালিকচ্ছ, নোয়াগাঁ ইউনিয়নে হাইব্রিড আমন ও  উপজেলায় স্থানীয় আমনের আবাদ উফশী জাতীয় আমনের আবাদ হয়েছে বলে জানা গেছে। সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কর্মকর্তা কৃষিবিদ নয়ন মনি সুএধর এ প্রতিনিধিকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে এ বছর আমনের বাম্বার ফলনের সম্ভানা ছিল। কিছু  দিন আগে  আবহাওয়ার কারণে নতুন করে আমন চাষ করাই বাম্পার ফলন না হলেও আমনের ভালো ফলনের সম্ভাবনা  রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply