Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সরাইল অস্ত্রসহ তিন ডাকাত ও এক মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত ও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানান,
শুক্রবার (৮ এপ্রিল ) ভোররাত অনুমান তিনটার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গোগদ এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে রাস্তার পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।
এদিকে একই রাতে সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় ঠাকুর (৩৬) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ডাকাতরা হলেন সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের কলেজপাড়া গ্রামের আবু ছায়েদের ছেলে মো. সোহেল মিয়া (২৬), কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. জীবন মিয়া (৩০) নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গোগদ গ্রামের মৃত হেবদু মিয়ার ছেলে মো. খোকন মিয়া(২৮)।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, শুক্রবার ভোররাতে থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) শেহাবুর রহমান, এসআই মিজানুর রহমান, এসআই তারিকুল ইসলাম, এএসআই রুবেল আখন্দ, এএসআই দিপক চন্দ্র দেবনাথসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত্রীকালীন ডিউটি করছিলেন।
ইসলামাবাদ গোগদ এলাকার ঢাকা- সিলেট রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযান চালিয়ে তিনজন চিহ্নিত ডাকাতকে আটক করে। ডাকাত দলের কাছ হতে ২টি চাইনিজ কুড়াল, ৩টি রামদা, ১টি ছুড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, একই রাতে অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় ঠাকুরকে (৩৬) আটক করেছি। এ ঘটনায় সরাইল থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে। গ্রেফতার ডাকাত ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  থানায় একাধিক মামলা রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply