Monday , 15 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের লেখনীতে সমাজের পরিবর্তন আসতে পারে–সংস্কৃতি প্রতিমন্ত্রী
--প্রেরিত ছবি

সাংবাদিকদের লেখনীতে সমাজের পরিবর্তন আসতে পারে–সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহ প্রতিনিধি: সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরাই
সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান সরকার অসহায় সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন তহবিল গঠন করেছে। করোনাকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা করা হয়েছে। এ জন্য সাংবাদিকদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। গতকাল শনিবার ময়মনসিংহের মুক্তাগাছার মনতলায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে মুক্তাগাছা প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সাথে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি এ সব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুক্তাগাছা প্রেসক্লাবের আহবায়ক মো.শামসুদ্দিন মাস্টার ,যুগ্ম আহবায়ক এম ইদ্রিস আলী, সদস্য সচিব শফিক সরকার, সাংবাদিক সিরাজুল হক সরকার, মনোনেশ দাস, মাহবুবুল আলম খাঁন, নাসির উদ্দিন ফকির, দরাজ আলী, এম ইউসুফ, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান রাজীব, হোসাইন আহাম্মেদ সুলভ, ফেরদৌস তাজ, কামরুল হুদা আকন্দ বাবলু, এনামুল হক,সেকান্দর বাদশা রনি, সরোয়ার ইকরাম রিপন, আসাদুজ্জামান তালুকদার প্রমূখ। এ সময় মুক্তাগাছা প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

About Syed Enamul Huq

Leave a Reply