Tuesday , 10 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাগরে আবারও লঘুচাপ, ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
--ফাইল ছবি

সাগরে আবারও লঘুচাপ, ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্কঃ

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

সিনপটিক অবস্থায় জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

সারা দেশের আবহাওয়া বার্তায় বলা হয়, আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা।

About Syed Enamul Huq

Leave a Reply