Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাতক্ষীরার তালায় ভেজাল দুধ উৎপাদনের দীর্ঘদিনের অভিযোগ এক ব্যবসায়ীর ৬ মাসের দন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, অপর ব্যবসায়ীর ২মাসের বিনাশ্রম দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত
--প্রেরিত ছবি

সাতক্ষীরার তালায় ভেজাল দুধ উৎপাদনের দীর্ঘদিনের অভিযোগ এক ব্যবসায়ীর ৬ মাসের দন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, অপর ব্যবসায়ীর ২মাসের বিনাশ্রম দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত

ময়না (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য আইনে জেলা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষ (৫০) কে ৬ মাসের কারাদান্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। তিনি তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস ভ্রাম্যমান আদালতে তাকে এই অর্থদন্ড ও সাজা প্রদান করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক নাজমুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর এই অভিযান পরিচালনা করেন। তারা জানান, তালা উপজেলার দুগ্ধগ্রাম বলে খ্যাত জেয়ালা গ্রামের এক ব্যবসায়ির বাড়িতে ভেজাল দুধ উৎপাদন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে দুগ্ধ ব্যবসায়ি প্রশান্ত
ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ভেজাল দুধ উৎপাদনে
ব্যবহৃত ৩৫০ কেজি গাম ও ৯৬০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়।
এরপর বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) মোঃ রুহুল কুদ্দুস এর ভ্রাম্যমান আদালতে হাজির পূর্বক উপরোক্ত
সাজা প্রদান করেন। অপরদিকে একই উপজেলার মহান্দী গ্রামে নকল গরুর দুধ তৈরির ১০০ কেজি জেলিসহ গৌর শংকর (৪০) ওরফে বাবু ঘোষ নামের আরেক ব্যক্তিকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক শংকর ওরফে বাবু ঘোষ উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের চিত্তরঞ্জন
ঘোষের ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি ঈদগাহ সংলগ্ন মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। উপজেলা সেনেট্যারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মোঃ আব্দুল মতিন জানান, একটি বাইসাইকেলে দুধ পরিবহনের ক্যানে করে নকল গরুর দুধ তৈরির ১০০কেজি জেলিসহ ব্যবসায়ী শংকর ঘোষকে আটক করেন। পরে পুলিশ শংকর ওরফে বাবু ঘোষকে ক্যান ভর্তি জেলিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এর ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করে উপরোক্ত সাজা প্রদান করেন। একই অপরাধে গত পহেলা আগষ্ট শংকর ওরফে বাবু ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। ধৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply