Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাদপন্থীদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচলের হুঁশিয়ারি
--ফাইল ছবি

সাদপন্থীদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচলের হুঁশিয়ারি

অনলাইন ডেস্কঃ
বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীরা।মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’-এর মাওলানা ফজলুল করিম কাসেমী।মানুষ হত্যাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা মাঠে কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন তিনি। এই দুই স্থানে সাদপন্থীরা গেলে সেক্ষেত্রে “২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশপাশে সাদপন্থীদের ভিড় দেখা যাচ্ছে মন্তব্য করে ফজলুল করিম কাসেমী লিখিত বক্তব্যে বলেন, “রক্তের ওপর দিয়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও সমন্বয়কদের আশপাশে সাদপন্থীদের ভিড় দেখা যাচ্ছে।”

এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমার মাঠ সব সময়ের জন্যই ওলামাবিদ্বেষী সাদপন্থী মুক্ত রাখতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply