Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের জানাযা সম্পন্ন

সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের জানাযা সম্পন্ন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে
একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা,
ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সভাপতি, অবিভক্ত লায়ন্স ডিস্ট্রিক ৩১৫ এর সাবেক জেলা গভর্নর, সাবেক শিল্প সচিব ও দৈনিক দিনকালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন (এফসিএ) এর জানাযা মুক্তাগাছা আর.কে সরকারি হাই স্কুল মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয়। মুক্তাগাছার গণ মানুষের নেতা সর্বজন শ্রদ্ধেয় প্রবীন রাজনীতিবিদ গত শনিবার রাত সাড়ে ৮ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা শোক ও দু:খ প্রকাশ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ১৭ অক্টোবর শনিবার সকাল থেকে ল্যাবএইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় রাত সাড়ে ৮ টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। শনিবার রাতে গুলশান তার নিজ বাসায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তার মরদেহ রবিবার ময়মনসিংহে আনা হয়। মুক্তাগাছা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক জাকির হোসেন বাবলু জানান, মরহুমের জানাযা ময়মনসিংহে আঞ্জুমানে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের নিষেধের কারণে সেখানে জানাযা না হয়ে তার নিজ বাসায় জানাযা অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা আর.কে হাই স্কুলের মাঠে বাদ আসর তৃতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। প্রশাসন সীমিত আকারে লোক দিয়ে জানাযা পড়ার কথা বললেও স্থানীয় লোকজন প্রশাসনের কথা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে পায়ে হেটে এসে বিপুল সংখ্যক লোক জানাযায় অংশগ্রহণ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply