Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক:

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি মরহুম মঞ্জুর রহমান বিশ্বাসের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে মঞ্জুর রহমান বিশ্বাসের বিশেষ অবদান রয়েছে। তিনি সংসদ সদস্য হিসেবে তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছেন।

মরহুম মঞ্জুর রহমান বিশ্বাসের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন।

মরহুমের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply