Tuesday , 10 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছেন চিকিৎসকরা
--সংগৃহীত ছবি

সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছেন চিকিৎসকরা

অনলাইন ডেস্কঃ

কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

রবিবার সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান ঢামেকের নিউরো সার্জারি বিভাগের ডা. আব্দুল আহাদ।

এ বিষয়ে দুপুর ২টার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা।

ডা. আব্দুল আহাদ বলেন, ‘গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।

এই ঘটনায় একাত্মতা প্রকাশ করেছেন ঢামেকের নার্স ও কর্মচারীরা। নার্সদের পক্ষ থেকে জামাল উদ্দিন বাদশা বলেন, ‘আমরা চিকিৎসকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

এদিকে সকাল থেকে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা জরুরি বিভাগে দুর্ভোগে পড়তে দেখা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply