Saturday , 8 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সায়মা ওয়াজেদের জন্মদিন আজ
--ফাইল ছবি

সায়মা ওয়াজেদের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের জন্মদিন আজ শনিবার। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল মনস্তত্ত্বে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন।

সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন সায়মা। তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ।

আগামী জানুয়ারিতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের আনুষ্ঠানিকতা শেষে ফেব্রুয়ারিতেই সায়মা ওয়াজেদ যোগ দেবেন তাঁর নতুন দায়িত্বে। তিনি বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হচ্ছেন। তাঁর প্রতি সদস্য দেশগুলোর ব্যাপক সমর্থনকে বাংলাদেশের প্রতি সমর্থন হিসেবে দেখছে সরকার।

About Syed Enamul Huq

Leave a Reply