Thursday , 12 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এর চেতনাকে ধারণ করে  ইসলাম রক্ষার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে –মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
--প্রেরিত ছবি

সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এর চেতনাকে ধারণ করে ইসলাম রক্ষার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে –মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) উপমহাদেশে বৃটিশবিরোধী আন্দোলনের সিপাহসালার, অনুসরণীয় বুযুর্গ ও তরীকতের ইমাম ছিলেন। তিনি শিরক, বিদআতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শ প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। এমনকি অল্পসংখ্যক সঙ্গী-সাথী নিয়ে বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন। কারবালার ইতিহাসের সাথে বালাকোটের সামঞ্জস্য আছে। হযরত হোসাইন (রা.) যেমন বাতিলের সাথে আপস করেননি তেমনি হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)ও বাতিলের সাথে আপস করেননি। এদেশের প্রায় সকল হক দরবার তাঁর সাথে সম্পর্কিত ও তাঁর চেতনায় উজ্জীবিত। এ চেতনাকে ধারণ করে ইসলাম রক্ষার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দুনিয়ার স্বার্থ ত্যাগ করে কেবল দ্বীনের জন্য আপসহীন হলে সরকার আমাদের হুঙ্কার মানতে বাধ্য হবে।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ৬মে ২০২৩ শনিবার, বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) স্মরণে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের আহ্বায়ক মাওলানা কবি রূহুল আমীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
পরিষদের সদস্য মাওলানা নজমুল হুদা খান’র পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেনবাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্জ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দীক, হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর আমীর মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী, চাঁদপুর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা এ. কে. এম. মাহবুবুর রহমান, ঢাকা নুরে মোহাম্মদিয়া (সা.) মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ লোকমান হাকীম, বাংলাদেশ ইসলামী শিক্ষা উন্নয়ন জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক মো. আব্দুর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের সদস্য বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি আতিকুর রহমান সাকের, সিলেট (পূর্ব) জেলা সভাপতি জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহাইমিনুল হক, মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বী রতন প্রমুখ।
সেমিনারে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা মহিলা শাখার উপাধ্যক্ষ মাওলানা খান মুহাম্মদ সফিউল্লাহ, লতিফিয়া ক্বারী সোসাইটি ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আবু সাদেক মো. ইকবাল খন্দকার, দক্ষিণ বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, গুলশান এর খতীব মাওলানা মুফতী মানজুর হোসাইন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, প্রচার ও প্রকাশনা এস.এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা সৈয়দ আহমদ আল জামিল, সাবেক অর্থ সম্পাদক মাওলানা খন্দকার ওজীহুর রহমান আসাদ, কেন্দ্রীয় সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল জলিল, অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নুর হোসেন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, ফুলতলী কমপ্লেক্স ঢাকা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহীদ আহমদ, তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সভাপতি মো. ইমাদ উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি সাদেকুর রহমান, কিশোরগঞ্জ জেলা সভাপতি আরিফুল হোসাইন, নারায়নগঞ্জ জেলা সভাপতি কামিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইকরাম কুতুবী, লতিফিয়া কারী সোসাইটি কুমিল্লা’র সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply