Thursday , 10 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী
--ফাইল ছবি

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

দ্বাদশ জাতীয় নির্বাচনে আগামীকাল রবিবার সকাল ৮টায় ভোট দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-১০ আসনের অধীনে সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন।

আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হওয়ার কারণে নিজ এলাকায় ভোট দিতে পারছেন না।

ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে এই আসন গঠিত হয়েছে। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ঢাকার চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

১৯৮৬ সাল থেকে শেখ হাসিনা অন্যান্য আসনের পাশাপাশি গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসনে প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে বিগত দুই বছর শুধু এই একটি আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। এ বছরও এই আসন থেকে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply