Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজগঞ্জে মাছের বাজার ইলিশে ভরপুর

সিরাজগঞ্জে মাছের বাজার ইলিশে ভরপুর

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাছের বাজার এখন ইলিশে ভরপুর। গত কয়েক বছরের মধ্যে দাম নাগালের মধ্যে হওয়াতে ক্রেতারাও হুমড়ি খেয়ে ইলিশ কিনছে। সাধারণ মানুষও এবার প্রাণভরে নিতে পারছে ইলিশের স্বাদ। তবে দিন যতই যাচ্ছে, ততই সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে সুস্বাদু এই মাছের দাম। সিরাজগঞ্জের বড় বাজারে গিয়ে দেখা গেছে যে, বাজারে ১ কেজি থেকে ১কেজি ৫০০ গ্রাম ওজনের মাছ ৮০০-৯০০ টাকা করে বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের  ইলিশ  বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা করে। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা করে। 
ক্রেতা মোস্তফা রহমান জানান, বাজার থেকে এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ  কিনছি।  আগের তুলনায় দাম একটু কম। তবে  বাজারে ইলিশ মাছের আমদানি অনেক বাড়লেও সে তুলনায় দাম খুব বেশি কমেনি বলেও অভিযোগ করেন তিনি।
বড় বাজারের মাছ ব্যবসায়ীরা জানায় , জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় বাজারে আমদানিও বেড়েছে। ফলে দাম কমেছে। ইলিশ পাওয়া যাচ্ছে হাতের নাগালে।
শহরের অন্যতম বড় বাজার মেছুয়া বাজারে গিয়ে দেখা গেছে, মাছের আড়তে ৮০ শতাংশ মাছ ব্যবসায়ীর কাছে শুধুই ইলিশ। যারা অন্য সময়ে বিভিন্ন জাতের মাছ বিক্রি করত, তারাও এখন ইলিশ বিক্রি করছে।  সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

About Syed Enamul Huq

Leave a Reply