Thursday , 28 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জ থানার নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকীর (বিপিএম,পিপিএম) এর সাথে জেলায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের নিকট থেকে তথ্য আদান প্রদানে সর্বোচ্চ সহোযোগিতা কামনা করা হয় এবং সেই সাথে সিরাজগঞ্জ সদর থানার আওতাধীন আইন-শৃঙ্খলা জনিত বিভিন্ন সমস্যা ও করণীয় তুলে ধরা হয়।
পরবর্তীতে সভায় নবাগত ওসি বাহাউদ্দিন ফারুকী তার বক্তব্যে সদর থানাধীন এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কাজ প্রতিরোধে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং সব সময় সাংবাদিকদের সাথে সুসম্পর্ক রেখে তথ্য আদান প্রদানের সর্বোচ্চ নিশ্চয়তা দেন। এ সময় সিরাজগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং সদর থানায় কর্মরত অফিসারগণ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply