সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ সিরাজদিখানে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল
শুক্রবার বেলা ৩টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া ইয়ং স্টার ক্লাবের মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর তালিকায় ছিল, উন্নত পোলাও চাউল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি , সেমাই দুই প্যাকেট, গুঁড়ো দুধ এক প্যাকেট, বিভিন্ন মসলা সামগ্রীসহ ১৫০টি উপহার প্যাকেট দুস্থ-অসহায়দের হাতে তুলে দেয়া হয়। এসব ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজদিয়া ইয়ং স্টার ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হাসান জনি ,সাধারণ সম্পাদক কৃষিবিদ মুকসুদ আলম খান মুকুট। আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মিজানুর রহমান ভূইয়া আপেল, ক্লাবের উপদেষ্টা মো. আলী খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আরিফিন খান, সমাজ কল্যাণ সম্পাদক মস্তফা জামান সাদ্দাম, প্রচার সম্পাদক মো. আহসান দিপু, সিহাদ মোল্লা, আশরাফ হোসেন অপু, মহিউদ্দিন খান রিগান, প্রমূখ।
![সিরাজদিখানে ইয়ং স্টার ক্লাব থেকে ঈদ সামগ্রী বিতরণ সিরাজদিখানে ইয়ং স্টার ক্লাব থেকে ঈদ সামগ্রী বিতরণ](https://www.dainiksakalbela.com/wp-content/uploads/2021/05/20200104020530_IMG_2486-660x330.jpg)